Friday, July 13, 2012

চিঠি - ৪৯


আরবজাতি দেশ জয়ে বের হলো। হজরত মুহাম্মদ (সা:)য়ের মৃত্যুর প্রায় একশ বছরের মধ্যেই মোটামুটি এইদিকে সিন্ধু থেকে শুরু করে ঐদিকে আফ্রিকা, পারস্য, মধ্য এশিয়াসহ ইয়ুরোপের বেশ উল্লেখযোগ্য একটা অংশ আরবেরা নিজেদের দখলে আনতে সমর্থ হইছিলো। মরোক্কোর শেষ মাথায় আর স্পেনের গোড়া আটলান্টিকের কোনাটা সকলেই জিব্রাল্টার নামে চেনেন। এইটার মূলে যে 'জাবল উত্ তারিক' (তারিকের পাহাড়) সেটা জানা ছিলো না। ততদিনে আম্রিকা ইয়ুরোপ দ্বারা পুন: আবিস্কৃত হয় নাই। ফলে, মুসলিম সেনাপতিদের খেয়াল ঐদিকে যায় নাই।
স্মরণে, বিশ্ব ইতিহাস প্রসঙ্গ: পন্ডিত জহরলাল নেহেরু। চিঠি ৪৯। ২৩শে মে ১৯৩২। আরবজাতির দিগ্বিজয়।










Swakkhar Shatabda ধন্যবার ভাইয়া। চমৎকার ছবিটার জন্যও। শেষাংশটা সম্বন্ধে কিছু না লিখে পারছি না, নেহেরু আক্ষেপ করেছেন, পর্দাপ্রথা নিয়ে। শুরুতে আরবের মুসলিমদের মধ্যে এই পর্দাপ্রথা তেমন কঠোর ছিল না, মেয়েরা পর্দা ছাড়াই বের হতো। বরং আশেপাশে অর্থাৎ পারস্য ও রোমান সাম্রাজ্যের পূর্বাংশেই মেয়েরা অধঃপতিত ছিল, ছিল পর্দার আড়ালে। এই দুই সাম্রাজ্যকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করে তারা গ্রহণ করে তাদের "পর্দাপ্রথা"। গড়ে উঠে "হারেম"। এমনকি ভারতেও মুসলিমরাই আমদানি করে এই জঘন্য প্রথাটিকে।

Swakkhar Shatabda ‎"saracens" - এই শব্দটাও ইন্টারেস্টিং। রোমানদের সময় এই শব্দ দিয়ে বুঝানো হতো মরুভুমিতে বসবাসকারীদের(অনারব), কিন্তু মুসলমানদের বিজয় হতে হতে, মধ্যযুগে(ইউরোপ) saracen বলতে মুসলিমদেরই বোঝানো হতে থাকে। আমার খুব প্রিয় একটা বইয়ের রেফারেন্স দিতে পারি, ইসলামের ইতিহাস সম্বন্ধে; ক্যারেন আর্মস্ট্রং এর ইসলামের ইতিহাস।

 চিঠিটার লিংকঃ http://www.mediafire.com/?96035ym8yi9qyzg

Swakkhar Shatabda আরেকটা ব্যাপার, যতদিন গেলো, এই বিজয়ী আরবদের মধ্যে শুরুর দিককার, গনতান্ত্রিক পদ্ধতির বদলে গড়ে উঠলো পরিবারতন্ত্র, যার মাশুল দিতেও খুব বেশি সময় লাগে নি, ফিরে গেলো সেই একনায়কতন্ত্রেই।

Saddam Hossain Saracens নামটা যখন পড়ছিলাম চট করে সৈয়দ আমি আলীর কথা মনে পড়লো। মেলাদিন আগে নীলক্ষেতের ফুটপাথ থেকে সৈয়দ আমির আলী'র লেখা চামড়ায় বাধানো একটা বই খরিদ করছিলাম। নাম 'A Short History of Saracens' (1898).

http://books.google.com.bd/books/about/A_short_history_of_the_Saracens.html?id=rz8UAQAAIAAJ&redir_esc=y

http://en.wikipedia.org/wiki/Syed_Ameer_Ali

আর আরব ইতিহাসের বইপত্রের রেফারেন্স চাইলে কেউ দিতে পারেন। ক্যারন আর্মস্ট্রং বেশ লিখেন। তার বইপত্রগুলো আমার সংগ্রহে আছে।
books.google.com.bd
This is an unusual and indispensable history of the Saracens. Modern Europe is s...See More

Saddam Hossain ফিলিপ . কে. হিট্টি'র লেখা 'হিষ্ট্রি অব দি এ্যরাবস্' আর পিটার ম্যান্সফিল্ডের লিখা 'দি আরবস্' বইদুটো পেয়েছি অনেকদিন। এর বাইরে আরো কিছু দেখতে হলে জানায়েন।

http://www.amazon.com/Arabs-Penguin-History-Peter-Mansfield/dp/0140147683

http://www.amazon.com/History-Arabs-Revised-10th-Edition/dp/0333631420
www.amazon.com
Drawing on his experiences as historian and journalist in the Middle East, Peter...See More

No comments:

Post a Comment